অনলাইন ডেস্ক: নতুন বলে দুর্দান্ত শুরু করেছিলেন তাসকিন আহমেদ-শরিফুল ইসলামরা। পেসারদের পর স্পিনাররাও মাঝের ওভারগুলোতে চেপে ধরেছিলেন লঙ্কান ব্যাটারদের। কিন্তু শেষদিকে রানের লাগাম টানতে পারেনি সাকিবের দল। তাতে চ্যালেঞ্জিং সংগ্রহ গড়েছে লঙ্কানরা।
সোমবার (৬ নভেম্বর) দিল্লিতে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২৭৯ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। দলের হয়ে সর্বোচ্চ ১০৮ রান করেছেন চারিথ আসালঙ্কা। বাংলাদেশের হয়ে ৩ উইকেট শিকার করেছেন তানজিম সাকিব।