অনলাইন ডেস্ক: ইব্রাহিম জাদরানের ব্যাটে এগোচ্ছে আফগানিস্তান। ওয়ানডে ক্যারিয়ারের ২৭তম ম্যাচে ইতোমধ্যে ষষ্ঠ ফিফটি তুলে নিয়েছেন আফগান এই ওপেনার। একদিনের ক্রিকেটের তার ৪টি সেঞ্চুরি রয়েছে।
মঙ্গলবার ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে বিশ্বকাপের ১৩তম আসরে ৩৯তম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি আফগানিস্তান। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৮ ওভারে দলীয় ৩৮ রানে ফেরেন ওপেনার রহমানউল্লাহ গুরবাজ (২১)।
ওয়ান ডাউনে ব্যাটিংয়ে নেমে ওপেনার ইব্রাহিম জাদরানের সঙ্গে ১০০ বলে ৮৩ রানের জুটি গড়ে ফেরেন রহমত শাহ। দলীয় ১২১ রানে ৪৪ বলে এক বাউন্ডারিতে ৩০ রান করে ফেরেন রহমত শাহ।
চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে ওপেনার ইব্রাহিম জাদরানের সঙ্গে দলের হাল ধরেন অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আফগানদের সংগ্রহ ৩৭ ওভারে ২ উইকেটে ১৭৩ রান। ৮৬ ও ২৬ রানে ব্যাট করছেন ইব্রাহিম জাদরান ও হাশমতউল্লাহ শহিদি।