• ঢাকা, বাংলাদেশ
  • ২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাশমিকার মতো একই ধরনের ঘটনার শিকার ক্যাটরিনা

প্রকাশ: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩ ৮:৫৯

রাশমিকার মতো একই ধরনের ঘটনার শিকার ক্যাটরিনা

অনলাইন ডেস্ক: দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানার বিকৃত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এবার একই ধরনের ঘটনার শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ
টাইগার ৩-এর ট্রিজারের একটি দৃশ্যে স্নানপোশাকে দেখা যায় তাকে। তার স্নানপোশাকের ছবিকে চিত্তাকর্ষক করে (আপত্তিকর) তুলতে ক্যাটের চেহারাতেও একাধিক পরিবর্তন আনা হয়েছে। খবর আনন্দবাজারের।

আরও পড়ুনঃ  যে কারণে সুহানার নাম মান্নাত রাখতে চেয়েছিলেন শাহরুখ

টাইগার ৩-এর ট্রিজারে দেখা গেছে শরীরে তোয়ালে জড়িয়ে অন্য এক অভিনেত্রীর সঙ্গে লড়াই করছেন ক্যাটরিনা। আসল ছবিতে তোয়ালে দিয়ে ঢাকা নায়িকার শরীর; কিন্তু সামাজিক যোগযোগের মাধ্যমের পাতায় ভাইরাল হওয়া ডিপফেক ছবিতে প্রায় অনাবৃত ক্যাটরিনা।

আগুনের মতো ছড়িয়ে পড়ে সেই ছবি। তবে ওই ছবি যে আদতে কৃত্রিম মেধা তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) ফসল, তা স্পষ্ট।

আরও পড়ুনঃ  লজ্জাও করে না, অভিনেতা স্বামীকে প্রশ্ন স্ত্রীর

রাশমিকার ডিপফেক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় ভাইরাল হওয়ার পরে আইনি ব্যবস্থার দাবি জানান অমিতাভ বচ্চন ও নায়িকার অনুরাগীরা।

রাশমিকার ভাইরাল হওয়ার ভিডিওতে দেখা গিয়েছিল, একটি কালো পোশাক পরে লিফ্ট থেকে বেরিয়ে আসছেন অভিনেত্রী। তার পরনের সেই পোশাক বেশ কুরুচিকর। পোশাকের ডিপ নেকলাইনের কারণে স্পষ্ট রাশমিকার বক্ষবিভাজিকা।

আরও পড়ুনঃ  গৃহবধূদের সঙ্গে শ্রমিকের তুলনা কেন!

রাশমিকা লেখেন- ‘আমার মুখ বসানো যে ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায়, তা নিয়ে কথা বলতে গিয়েও আমার খারাপ লাগছে। এ ঘটনা আমার কাছে যতটা যন্ত্রণার, ততটাই ভয়েরও।

সর্বশেষ সংবাদ

এক মাসেও দেশে আসেনি বাগমারার তোফাজ্জলের মরদেহ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৫:২০
সৌদিতে দেখা গেছে চাঁদ, শনিবার প্রথম রোজা
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৫:২০
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675