• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

স্বামীকে আনুশকার ভালোবাসার বার্তায় ফোড়ন কাটলেন সাবেক প্রেমিক

প্রকাশ: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩ ১০:২৬

স্বামীকে আনুশকার ভালোবাসার বার্তায় ফোড়ন কাটলেন সাবেক প্রেমিক

অনলাইন ডেস্ক: ৫ নভেম্বর ৩৫ বছরে পা দিলেন বিরাট কোহলি। সেদিনই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাট হাতে নেমে ৪৯তম শতরান করেন ক্রিকেট তারকা। যদিও বিরাটের এ সাফল্য দেখতে পারেননি আনুশকা। কারণ গুঞ্জন রয়েছে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা তিনি। তবে দূরে থাকলেও ভালোবাসা দেখাতে খামতি রাখেননি তিনি। এবার আচমকা স্বামী-স্ত্রীর মাঝে ঢুকে ফোড়ন কাটলেন আনুশকার সাবেক প্রেমিক রণবীর সিংহ।
সমাজিক যোগাযোগমাধ্যমে স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বলিউড অভিনেত্রী। আনুশকা লিখেছেন, তুমি জীবনের প্রতিটি ভূমিকায় আক্ষরিক অর্থেই ব্যতিক্রমী। কোনো না কোনোভাবে নিজের গর্বের টুপিতে পালক যোগ করে চলেছ। আমি তোমাকে এই জীবনে এবং তারপরও সীমাহীনভাবে ভালোবাসি। যে কোনোভাবে, যে কোনো অবস্থায় সব কিছুর থেকে বেশি ভালোবাসি।

আরও পড়ুনঃ  ‘জন্মদিনে মা পছন্দের খাবার রান্না করতেন’

আনুশকার এ ভালোবাসায় ভরা বার্তার নিচে হৃদয় ও ফুলের ইমোজি দেন রণবীর। তবে এখানেই শেষ নয়, বিরাট কোহলি শতরান করতেই তার ছবি দিয়ে নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করে লেখেন- আজকের পার্টি চিকুর (বিরাটের ডাক নাম) তরফে।

আরও পড়ুনঃ  গোলাপিতে মজলেন অপু বিশ্বাস, মুগ্ধ ভক্তরা!

বলিউডে রণবীর সিংহের প্রথম ছবির নায়িকা ছিলেন আনুশকা শর্মা। যশরাজ ফিল্মসের ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমায় জুটি ছিলেন রণবীর ও আনুশকা। তারপর ‘লেডিস ভার্সেস রিকি বহেল’ সিনেমায়ও তাদের রসায়ন নজর কেড়েছিল দর্শক ও অনুরাগীদের।

আরও পড়ুনঃ  মা হচ্ছেন কিয়ারা আদভানি

স্রেফ পর্দাতেই নয়, ক্যামেরার নেপথ্যেও জমে উঠেছিল তাদের প্রেম, তবে সেই সম্পর্ক টেকেনি। একটা লম্বা সময় একা থাকার পর বিরাট কোহলির সঙ্গে ঘর বাঁধেন আনুশকা।

অন্যদিকে দীপিকা পাড়ুকোনের সঙ্গে সংসার পাতেন তিনি। যদিও আনুশকা বা রণবীর কেউ-ই দুজনের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি কখনো। তবু এসব কথা কি চাপা রাখা যায়? তবে বর্তমানে যে যার জীবনসঙ্গী নিয়ে খুশি।

সর্বশেষ সংবাদ

সৌদিতে দেখা গেছে চাঁদ, শনিবার প্রথম রোজা
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৫:২০
এক মাসেও দেশে আসেনি বাগমারার তোফাজ্জলের মরদেহ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৫:২০
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675