শুধু ঘোষণাতেই অবরোধ

শুধু ঘোষণাতেই অবরোধ

অনলাইন ডেস্ক :সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথম দিন চলছে। তৃতীয় দফার এই অবরোধে সড়কে দূরপাল্লার গাড়ি তুলনামূলক কম চললেও রাজধানীতে চলাচলকারী গণপরিবহনের চাপ রয়েছে। ফলে লোকজন অনেকটা স্বাচ্ছন্দ্যেই নিজ নিজ গন্তব্যে যেতে পারছেন। আর ঘোষণার অংশ হিসেবে অবরোধ চললেও সকাল থেকে রাজধানীর সড়কগুলোতে দেখা যায়নি অবরোধের ডাক দেওয়া বিএনপি-জামায়াতের কোনো নেতাকর্মীকে।

বুধবার (৮ নভেম্বর) সকাল থেকে রাজধানীর রামপুরা, বাড্ডা, গুলশান ও মহাখালী এলাকা ঘুরে অবরোধের এই চিত্র দেখা গেছে।

অফিসগামী যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সড়কে যানবাহন থাকায় অনেকটাই স্বাচ্ছন্দ্যে তারা যাতায়াত করতে পারছেন। এমনকি সড়কে কোথাও অবরোধের প্রভাব দেখেননি।

আরও পড়ুনঃ  আল্লাহ ও তাঁর রাসূলের (সা.) আনুগত্যই একমাত্র মুক্তির পথ- ড. মাওলানা কেরামত আলী

রাজধানীর গুলশান এলাকায় রাজিব আহসান নামে অফিসগামী এক যাত্রীর সঙ্গে কথা হয়। তিনি বলেন, বনশ্রী থেকে গুলশান আসার পথে কোনো অবরোধকারীকে দেখতে পাইনি। যে কারণে পথে আমাদের বাস কোনো বাধারও সম্মুখীন হয়নি। এরকম অবরোধ থাকলে আমাদের কোনো সমস্যা নেই।

তিনি বলেন, ছোটবেলায় বিভিন্ন হরতাল-অবরোধে দেখতাম সাইকেল চালিয়েও কেউ চলতে পারতো না। এখন দেখি সিএনজি, প্রাইভেটকারসহ বাসও দেদারসে চলছে। কোথাও কোনো নেতাকর্মী বা অবরোধ নেই।

মহাখালী বাস টার্মিনাল এলাকায় এনা পরিবহনের এক বাস চালক বলেন, অন্যান্য দিনের মতো আমরা আজও বাস চালাচ্ছি। এর আগেও দুইটা অবরোধে বাস চালিয়েছি, কোনোদিন কোনো সড়কে অবরোধ বা বাধা পাইনি। তবে অবরোধ নিয়ে যাত্রীদের মনে একটা আতঙ্ক আছে, যে কারণে কাউন্টারগুলোতে যাত্রী সংখ্যা কম। আর যাত্রী কম থাকার কারণে দূরপাল্লার বাসও কম চলছে।

আরও পড়ুনঃ  বসতবাড়িতে অনৈতিক কাজ, আগুন দিলো জনতা

বলাকা পরিবহনের হেল্পার হেলাল বলেন, গাজীপুর থেকে সায়েদাবাদ ঘুরে আবারও গাজীপুর যাচ্ছি। কোথাও কোনো সমস্যা হয়নি। সড়কে তুলনামূলক বাস কম থাকলেও অবরোধের কোনো প্রভাব দেখা যায়নি।

তিনি বলেন, অবরোধ নামেই শুধু। অবরোধ ডেকে মানুষকে ভয় দেখিয়ে বাসায় বসিয়ে রাখলেও তারা মাঠে নেই। কিন্তু রাজধানীর যেসব যাত্রী, তারা ঘরে থেকে বের হচ্ছেই। ঢাকার বাইরে যারা যায়, তারা হয়তো কম যাচ্ছে।

আরও পড়ুনঃ  মৌলিক সংস্কার না হলে নির্বাচনে অংশ না-ও নিতে পারে এনসিপি

এনা পরিবহনের ম্যানেজার আবু সুফিয়ান বলেন, প্রথম দফার অবরোধের চেয়ে আজকে অবরোধ অনেকটাই হাল্কা মনে হচ্ছে। আমরা সড়কে কোনো সমস্যা দেখছি না। অন্যান্য দিনের মতো আজও সড়কে পর্যাপ্ত গাড়ি দেখা যাচ্ছে।

তিনি বলেন, সকাল ১০টা পর্যন্ত এনা পরিবহনের ১০টা গাড়ি ছেড়েছি। মালিকপক্ষের নির্দেশ আমাদের গাড়ি চলবেই। তবে অন্যান্য সময় যেখানে ১০ মিনিট পরপর গাড়ি ছাড়া হতো, এখন সেখানে তার চেয়ে বেশি সময় লেগে যাচ্ছে। যাত্রীর সংখ্যা খুবই কম।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *