স্টাফ রিপোর্টার: বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে বুধবারও শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ দিন শহরের বিভিন্ন স্থানে এসব কর্মসূচি পালিত হয়। সমাবেশ থেকে বক্তারা বলেছেন, রাজনীতির মাঠে ব্যর্থ হয়ে জ্বালাও-পোড়াওয়ে নেমেছে বিএনপি-জামায়াত।
এ দিন সকালে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে শান্তি মিছিল বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কুমারপাড়ায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেণী।
তিনি বলেন, বিএনপি-জামায়াত সবসময়ই ষড়যন্ত্র, নৈরাজ্য ও সন্ত্রাসবাদের কর্মকা- করে থাকে। তারা আন্দোলনের নামে দেশের সম্পদের ক্ষতি করে, দেশের মানুষকে হত্যা করে, তারা রাজপথের রাজনীতিতে ব্যর্থ হয়ে এ সকল অপকর্মে লিপ্ত হয়েছে। প্রতিটি আন্দোলন ও সংগ্রামে বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রের রাজনীতি রাজপথেই মোকাবিলা করা হবে।
নগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি নাঈমুল হুদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু, শ্রম সম্পাদক আব্দুস সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের নেতাকর্মীরা এ দিন নগরীর শহীদ কামারুজ্জামান চত্বর, সাগরপাড়া বটতলার মোড়, কোর্ট স্টেশন, কাশিয়াডাঙ্গা মোড়, লক্ষ্মীপুর, শালবাগানসহ বিভিন্ন স্থানে সমাবেশ করেন।