• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলোতেও বহুতল ভবন নির্মাণ করছে সরকার : ডেপুটি স্পীকার

প্রকাশ: রবিবার, ১২ নভেম্বর, ২০২৩ ৫:৪৯

গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলোতেও বহুতল ভবন নির্মাণ করছে সরকার : ডেপুটি স্পীকার

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেছেন, সরকার শিক্ষাব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করেছে। শিক্ষার্থীর মাঝে বই বিতরণ, উপবৃত্তি প্রদান ও বিদ্যালয়ের আধুনিকায়নের মাধ্যমে স্মার্ট শিক্ষাব্যবস্থা গড়ে তুলেছে। গ্রাম অঞ্চলের বিদ্যালয়ে বহুতল ও দৃষ্টিনন্দন ভবন এখন আর স্বপ্ন নয়, এটি দৃশ্য্যমান ।

রোববার (১২ নভেম্বর) পাবনার বেড়া উপজেলায় নাকালিয়া আনোয়ারা কাদের বালিকা উচ্চবিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডেপুটি স্পীকার বলেন, শিশুদের পড়ালেখা নির্বিঘ্ন করতে বছরের প্রথম দিনে বিনামূল্যে বই দেয়া হচ্ছে এবং নিয়মিত উপবৃত্তি দেয়া হচ্ছে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর খাবার দেয়ার প্রকল্প নেওয়া হচ্ছে। প্রতিটি শিশুর জন্ম গ্রহণের পর থেকেই রাষ্ট্র তার ভবিষ্যত শিক্ষা পরিকল্পনা তৈরি করছে। প্রতিটি শিশুকেই রাষ্ট্র মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে চায়।

তিনি আরও বলেন, গত ১৫ বছরে এই এলাকার কতটুকু উন্নয়ন হয়েছে, শিক্ষাব্যবস্থা কেমন ছিল, বর্তমানে কতটুকু উন্নত হয়েছে তার মূল্যায়ন জনগণ করবে। বেড়া ও সাঁথিয়ার দারিদ্র্যের হার কতটা হ্রাস পেয়েছে, অপরাধ দমন হয়েছে কি না এগুলো বিবেচনার দায়িত্ব এখানকার মানুষের। এই এলাকায় এখন কেউ না খেয়ে থাকার মতো লোক নেই। অভাবের কারণে ছেঁড়া কাপড় পরা ও খালিপায়ে হাঁটা কোনো মানুষ এখন আর নেই। বাংলাদেশে আর কেউ ভিক্ষুক থাকবে না। যার ঘর নাই, তাকে ঘর দেয়া হবে এবং যার খাবার নেই তাকে খাবার দেয়া হবে।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ আবু বকার সিদ্দিক এর সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধিগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

পরে বেড়ার কৈটোলা মানিক নগর মাদ্রাসা মাঠে বেড়া উপজেলা কৃষক লীগ আয়োজিত কৃষক সমাবেশ ও মাদ্রাসা ভবন উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু।

আরও পড়ুনঃ  দুবাগবাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসা হল রুমে,শেওলা সুতারকান্দি টিভির অভিষেক

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675