স্টাফ রিপোর্টার: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে (রাকাব) প্রধান কার্যালয়ে অগ্নি নির্বাপন মহড়া চালিয়েছে ফায়ার সার্ভিস। রাকাব, ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগ ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রাজশাহীর তত্ত্বাবধানে রোববার সকালে এই মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়ায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রাজশাহীর উপ-সহকারী পরিচালক আকতার হামিদ খান অগ্নিকান্ড ও ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে দিকনির্দেশনা দেন। রাকাব কর্মকর্তা-কর্মচারীরা অগ্নি নির্বাপণ যন্ত্রের ব্যবহার সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা লাভ করেন।
এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ, নিরীক্ষা, হিসাব ও আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক মাকসুদা নাসরীন, প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) শওকত শহীদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।