• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রেললাইনে অগ্নিসংযোগ, যানবাহনে আগুন আটক ৪

প্রকাশ: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩ ৫:৪৮

রেললাইনে অগ্নিসংযোগ, যানবাহনে আগুন আটক ৪

অনলাইন ডেস্ক: বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে সোমবার (১৩ নভেম্বর) ভোরে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া যানবাহনে আগুন দেওয়ার সময় পেট্রোল ও বাঁশের লাঠিসহ চার কিশোরকে আটক করেছে গাজীপুর মহানগর পুলিশ।

বাংলাদেশ রেলওয়ের ময়মনসিংহ বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. আকরাম আলী জানান, আজ ভোরে গাজীপুরের শ্রীপুর উপজেলার গোলাঘাট এলাকার ঢাকা-ময়মনসিংহ রেলব্রিজে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন দেওয়ার পর রেলের নিরাপত্তার দায়িত্বে থাকা পেট্রোলিং টিম বিষয়টি দেখতে পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলে। পরে সকালে প্রকৌশলী বিভাগের তত্ত্বাবধানে রেললাইন মেরামত করা হয়। এ সময় রেললাইনে পাঁচটি স্লিপার খুলে নতুন স্লিপার লাগানো হয়। তবে এ ঘটনায় রেল চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি।

আরও পড়ুনঃ  তরুণদের আকাঙ্ক্ষাকে যারা ধারণ করতে পারবে তারাই সফলতা লাভ করবে : নাহিদ ইসলাম

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শহিদুল্লাহ্ জানান, আজ ভোরে রেল সেতুতে দুর্বৃত্তরা আগুন দিয়েছিল। দ্রুতই আগুন নিভিয়ে ফেলা হয়। ট্রেন চলাচল স্বাভাবিক আছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  জাতিসংঘ মহাসচিব মার্চের মাঝামাঝি ঢাকা সফর করবেন: প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ দূত

অপরদিকে, বিএনপির চলা অবরোধে গাড়িতে আগুন দেওয়ার সময় চার কিশোরকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। রোববার (১২ নভেম্বর) দিবাগত রাতে ঢাকা বাইপাস সড়কে সদর থানা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে এক গ্যালন ভর্তি পেট্রোল, চারটি কাপড় পেঁচানো বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  হাতিরঝিলে ট্রাকের ধাক্কায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) মো. ইব্রাহিম খান জানান, বিএনপির অবরোধ চলাকালে গাড়িতে অগ্নিসংযোগ করা হবে এমন গোপন সংবাদে অভিযান চালিয়ে পুলিশ ওই চার কিশোরকে আটক করে। কিশোর হওয়ায় তাদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি। শিশু আইনে তাদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675