স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ‘রিসার্চ বেইজড টিচিং অ্যান্ড লার্নিং মেথোডোলজি’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের হলরুমে এর আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। সেমিনারে সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। সেমিনারে যন্ত্রকৌশল অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষকসহ রসায়ন ও পদার্থ বিদ্যা বিভাগের ৯০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।