• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মানুষ মেরে বিএনপি-জামাত ক্ষমতায় যেতে চায়: ফজলে হোসেন বাদশা

প্রকাশ: সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩ ১১:০৭

মানুষ মেরে বিএনপি-জামাত ক্ষমতায় যেতে চায়: ফজলে হোসেন বাদশা

স্টাফ রিপোর্টার: বিএনপির জামাতের লাগাতার অবরোধের বিরুদ্ধে জাতীয় শ্রমিক ফেডারেশনের রাজশাহী জেলার উদ্যোগে সোমবার সকাল ১০টায় সাহেব বাজার জিরো পয়েন্টে শান্তি সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জাতীয় শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুর রহমান খান।
সমাবেশের সংহতি জ্ঞাপন করে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক রাজশাহী- ২ আসনের জনপ্রিয় সংসদ সদস্য জননেতা ফজলে হোসেন বাদশা। ফজলে হোসেন বাদশা বলেন, বাংলাদেশের খেটে খাওয়া মানুষকে মেরে ফেলার জন্য বিএনপি অবরোধ কর্মসূচি পালন করছে আর এই খেটে খাওয়া মানুষদেরকে ঘরবন্দী করে তারা ক্ষমতায় যেতে চাই।তিনি বলেন, বিএনপি -জামাত ক্ষমতায় গেলে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে।
তাই সাধারণ মানুষ জোটবদ্ধ ভাবে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বিএনপি -জামাতের অবরোধের বিরুদ্ধে আজকে রাস্তায় নেমেছে। ২০০৩ সালে আমরা যেমন ভাবে বাংলা ভাইকে রাজশাহী ছাড়া করেছিলাম এই অবরোধ দিয়ে জনগণকে অতিষ্ঠ করলে বিএনপি জামাতকেও আমরা রাজশাহী ছাড়া করবো।
সমাবেশের বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্র কমিটির সদস্য ও মহানগর সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু,কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা,মহানগর সম্পাদক মন্ডলী সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ মহানগর সম্পাদক মন্ডলী সদস্য আবদুল মতিন,মনির উদ্দিন পান্না,জাতীয় শ্রমিক ফেডারেশনের রাজশাহী জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আকবর আলী লালু,চিনিকলের নির্বাচিত কোষাধ্যক্ষ হাবিবুর রহমান ছানা,পাটকল শ্রমিক ফেডারেশনের নেতা আলাল,কৃষি ফার্ম ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্বাস আলী,বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি বোয়ালিয়া পশ্চিমবঙ্গ সাধারণ সম্পাদক শাহিন শেখ,বাংলাদেশ ছাত্র মৈত্রী মহানগরের সহ-সভাপতি অমিত সরকার। শান্তি সমাবেশ টি সঞ্চালনা করেন জাতীয় শ্রমিক ফেডারেশনের রাজশাহী জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল করিম অপু।

সর্বশেষ সংবাদ

এইচটিআই এর স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
ফাঁকা দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675