বগুড়া প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের টিকিট কাউন্টার থেকে অজ্ঞাত (৭৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার ভোরে রেলওয়ে টিকিট কাউন্টারের সামনে থেকে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, বার্ধক্যজনিত কারণে রাতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য নওগাঁ জেলা থেকে পিটিআইয়ের একটি দল কাজ করছে। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।