• ঢাকা, বাংলাদেশ
  • ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানকে ঘিরে থাকে অভিনয়শিল্পীদের নানা প্রস্তুতি

প্রকাশ: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩ ১০:৪৮

জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানকে ঘিরে থাকে অভিনয়শিল্পীদের নানা প্রস্তুতি

জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানকে ঘিরে থাকে অভিনয়শিল্পীদের নানা প্রস্তুতি। চলচ্চিত্রশিল্পীদের জন্য কাঙ্ক্ষিত এই আয়োজনে ছিল সাংস্কৃতিক পরিবেশনাও।

সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ এর আসর বসে। চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা শিল্পীদের হাতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২২ সালে চলচ্চিত্রে বিশেষ অবদান রাখায় ২৭ ক্যাটাগরিতে বিজয়ীদের এ পুরস্কার দেওয়া হয়।
পুরস্কার বিতরণ শেষে প্রায় দেড় ঘণ্টা দৈর্ঘ্যের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মঞ্চ মাতিয়ে রাখেন, চলচ্চিত্রশিল্পী ও কলাকুশলীরা।
প্রথমেই মঞ্চে আসেন চিত্রনায়ক আদর আজাদ ও চিত্রনায়িকা পূজা চেরী। ‘ও হে শ্যাম’, ‘আয় বৃষ্টি ঝেপে’ গানের সঙ্গে পারফর্ম করেন তারা। এরপরে ইগল ড্যান্স কোম্পানির কোরিওগ্রাফিতে ছিল নুসরাত ফারিয়ার পারফরমেন্স। ছিল ঢালিউড কুইন অপু বিশ্বাস-তমা মির্জা, দীঘি-সায়মন সাদিক, গাজী আবদুন নুর-সোহানা সাবার মনোমুগ্ধকর পরিবেশনা।

আরও পড়ুনঃ  ঐশ্বরিয়া শুধুমাত্র ছেলের বউ, নিজের মেয়ে নয় : জয়া বচ্চন

আজীবন সম্মাননাপ্রাপ্ত খসরু ও রোজিনার সিনেমার গানের সঙ্গে নাচ নিয়ে মঞ্চে আসেন জায়েদ ও আঁচল; তারা পরিবেশন করেন ‘ও প্রাণের রাজা’, ‘ছেড়ো না ছেড়ো না হাত’ গান। দর্শক মাতিয়ে রাখেন এই জুটি।

এরপরই মঞ্চে আসেন মমতাজ, বালাম-কোনাল, ইমরান-কনা, লিজা-সাব্বির ও জান্নাতুল ফেরদৌস ঐশী। তাদের গান দর্শক হৃদয় আন্দোলিত করে। এ ছাড়া অভিনেতা মীর সাব্বির ও তারিন জাহান মঞ্চে ওঠেন।

আরও পড়ুনঃ  শাকিবের ‘বরবাদের’ প্রশংসায় পঞ্চমুখ বুবলী

এই আসরের সমাপ্তি ঘটে সাদিয়া ইসলাম মৌয়ের দেশীয় নৃত্য পরিবেশনার মাধ্যমে। এর নির্দেশনা দিয়েছেন কবিরুল ইসলাম রতন।

গতবারের মতো এবারও নাচ ও গানের কোরিওগ্রাফির দায়িত্বে আছেন নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ। এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান আসরে ১৩টি পরিবেশনার মধ্যে ১১টিই তার কোরিওগ্রাফিতে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675