স্টাফ রিপোর্টার: বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শান্তি মিছিল ও উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে সারাদিন ব্যাপী নগরীর বিভিন্ন এলাকায় এসব কর্মসূচি পালিত হয়।
নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে উন্নয়ন সমাবেশে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি নাঈমুল হুদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক আহ্সানুল হক পিন্টু, কৃষি বিষয়ক সম্পাদক মীর তৌফিক আলী ভাদু প্রমুখ।
জেলা ও নগর শ্রমিক লীগের উদ্যোগে সকালে নগরীর কুমারপাড়ায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে উন্নয়নের সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। সভাপতিত্ব করেন নগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুব আলম। এছাড়া নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে এসব কর্মসূচি পালিত হয়।