অনলাইন ডেস্ক: না, এবারও হলো না। এনিয়ে পঞ্চমবারের মতো সেমিফাইনাল থেকে বিদায় নিল দক্ষিণ আফ্রিকা।
কোনোভাবেই বিশ্বকাপের ফাইনাল খেলার জট খুলতে পারছে না। গতকাল চলতি আসরের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বসে ৩ উইকেটের ব্যবধানে। দুর্দান্ত এক সেঞ্চুরি করেও ‘ট্র্যাজিক হিরো’তে পরিণত হন ডেভিড মিলার। তবে হৃদয় ভাঙা হারের পরও শোনালেন আশার বাণী। একদিন অবশ্যই বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরবে তার দল।
ফাইনাল খেলতে না পেরে মিলার বলেন, ‘সত্যি বলতে এটা খুবই হতাশাজনক। কুইন্টন ডি কককেই দেখুন। চারটি সেঞ্চুরি করেছে সে, অথচ কোনো রান না করেও যদি সে ট্রফি জিতত তাহলে আরও খুশি হত। টুর্নামেন্ট শুরুর আগে, আমরা কেবল কথা বলছিলাম কীভাবে দারুণ স্মৃতি বানানো যায় ও সফরটা উপভোগ করা যায়। আমরা অনেকগুলো কাজ সফলভাবে করেছি এবং পেছনে ফিরে অবশ্যই বলতে পারি দারুণ এক সময় কাটিয়েছি আমরা। ‘
‘আমরা সবাই ভিন্ন টুর্নামেন্টে ও ভিন্ন দলের হয়ে খেলেছি। এটা এই দলটির অন্যতম বিশেষত্ব। এবার এটা (চ্যাম্পিয়ন) হওয়ার কথা ছিল। তবে এই ছেলেরা একদিন অবশ্যই বিশ্বকাপ জিতবে। আমরা দেখিয়েছি আমরা কী করতে পারি। ‘
চার বছর পরের বিশ্বকাপে মিলারের বয়স হবে ৩৮। ঘরের মাঠে অনুষ্ঠেয় সেই বিশ্বকাপে মিলার খেলবেন কি না তার নিশ্চয়তা দিতে পারলেন না। তিনি বলেন, ‘আমার শরীর কেমন অনুভব করছে তার উত্তর আমি দিতে পারব না। বছর ধরে ধরে আমি নিজেকে মূল্যায়ন করব। পরবর্তী বিশ্বকাপ এখন অনেক দূরে। ‘