• ঢাকা, বাংলাদেশ
  • ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

পুত্র ও পুত্রবধূর ওপর রাগ করে আত্মহত্যা

প্রকাশ: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ ১২:২৩

পুত্র ও পুত্রবধূর ওপর রাগ করে আত্মহত্যা

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীর দাশপুকুর এলাকায় আজুফা নামের এক মহিলা নিজের ঘরে ছাদের বাঁশের তীরের সাথে ওড়না আটকিয়ে আত্নহত্যা করে।

শনিবার সকালে তার ঘর বন্ধ দেখে তাকে ডাকাডাকি করলে ভিতর থেকে কোন সাঁড়া শব্দ না পেলে প্রতিবেশীরা দরজা ভেংগে ঘরে ঢুকলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে রাজপাড়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল হাসপাতালে পাঠায় সেখানে কর্তবরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দেন এবং পোস্টমর্টেমের জন্য মর্গে পাঠায়।

আরও পড়ুনঃ  ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ রাবি শিক্ষার্থীদের

এ বিষয়ে মৃত আজুফার বড় ছেলে সিরাজুল ইসলাম বাদী হয়ে তার ছোট ভাই রজব আলী ও তার স্ত্রী শুকতারা কে আসামি করে আত্মহত্যা প্ররোচনার একটি মামলা দায়ের করেন এবং ঘটনাস্থল থেকে রাজপাড়া থানা পুলিশ আসামিদ্বয়কে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।

আরও পড়ুনঃ  ফের মহাসড়কে রাবি শিক্ষার্থীরা, ধর্ষণের বিচার ৩০ দিনে শেষ করার দাবি

এ বিষয়ে মামলার বাদী মৃতের বড় ছেলে ও এলাকাবাসীর মাধ্যমে জানা যায় মৃত আজুফা তার ছোট ছেলের ( মামলার আসামি) বাসায় থাকতো এবং প্রায় সময়ই তার মায়ের সাথে তাদের ঝগড়াঝাটি হতো এমনকি ছেলের বউ শুকতারা মারধর ও করতো।

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে ডাকাতির কবলে জামায়াত নেতারা, অর্থ-মোবাইলসহ সর্বস্ব লুট

গত রাতেও মৃত আজুফার সাথে তাদের ঝগড়াঝাটি হয় এবং আজুফা ছেলে ও ছেলের বউয়ের অত্যাচার অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করে।

এ বিষয়ে রাজপাড়া থানায় যোগাযোগ করা হলে রাজপাড়া থানার অফিসার ইনচার্জ জানান আত্মহত্যার ঘটনা ঘটেছে এবং দুইজনকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675