• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন শেনিস প্যালাসিওস

প্রকাশ: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩ ২:৫৯

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন শেনিস প্যালাসিওস

অনলাইন ডেস্ক: ‘মিস ইউনিভার্স ২০২৩’র মুকুট উঠল মিস নিকারাগুয়ার শেনিস প্যালাসিওসের মাথায়। প্রথম নিকারাগুয়ান নারী হিসেবে মিস ইউনিভার্সের মুকুট জিতলেন এই তরুণী। তার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন গত বছরের মিস ইউনিভার্স যুক্তরাষ্ট্রের আর’বনি গ্যাব্রিয়েল।
মিস ইউনিভার্সে প্রথম রানার আপ হয়েছেন থাইল্যান্ডের অ্যান্টোনিয়া পোরসিল্ড। প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছেন অস্ট্রেলিয়ার মোরায়া উইলসন।

আরও পড়ুনঃ  গোলাপিতে মজলেন অপু বিশ্বাস, মুগ্ধ ভক্তরা!

শনিবার (১৮ নভেম্বর) মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের সান সালভাদরের জোসে অ্যাডলফো পিনেদা এরিনায় বসেছিল ‘মিস ইউনিভার্স ২০২৩’র ৭২তম আসর। চলতি বছর ৮৪টি দেশের এবং অঞ্চলের প্রতিযোগিতারা মিস ইউনিভার্সে প্রতিদ্বন্দ্বিতা করেন।

আরও পড়ুনঃ  বিয়ে করেছি ভালোবেসে, ধর্মের প্রসঙ্গ কখনোই ওঠেনি : সোনাক্ষী

প্রতিযোগিতায় চূড়ান্ত রাউন্ডে শেনিস প্যালাসিওসের কাছে জানতে চাওয়া হয়েছিল, যে তিনি কার জীবনের একটি দিন কাটাতে বেছে নেবেন?
জবাবে প্যালাসিওস জানান, ১৮ শতকের ব্রিটিশ দার্শনিক এবং নারীবাদী মেরি ওলস্টোনক্রাফ্টকে বেছে নিবেন তিনি। প্যালাসিওস আরও বলেন, তিনি সীমানা ভেঙেছিলেন এবং অনেক নারীকে সুযোগ করে দিয়েছেন। আজ নারীদের জন্য কোনো সীমাবদ্ধতা নেই।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675