নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ২:০৯। ১২ মে, ২০২৫।

গাজায় নিহত ইসরায়েলি সেনাদের সংখ্যা পৌঁছেছে ৬৫ জনে

নভেম্বর ২০, ২০২৩ ১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি অভিযানে এ পর্যন্ত নিহত ইসরায়েলি সেনা সদস্যদের সংখ্যা পৌঁছেছে ৬৫ জনে। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ।
সর্বশেষ নিহত দুই সেনার নাম পরিচয়ও প্রকাশ করেছে আইডিএফ। এরা হলেন স্টাফ সার্জেন্ট দিভির বারাজানি (২০) এবং এবং সার্জেন্ট ইয়িনন তামির (১০)।

গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধারা হামলা চালানোর পর ওই দিন থেকেই উপত্যকায় অভিযান পরিচালনা করছে ইসরায়েলের বিমান বাহিনী। অক্টোবরের মাঝামাঝি থেকে এ অভিযানে যোগ দিয়েছে স্থল বাহিনীও।হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েলে নিহত হয়েছিলেন ১ হাজার ২০০ জন। অন্যদিকে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা পৌঁছেছে ১৩ হাজারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।