• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

শিহাব শাহীনের নতুন নির্মাণে ফারিণ

প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩ ১:৫৭

শিহাব শাহীনের নতুন নির্মাণে ফারিণ

অনলাইন ডেস্ক: ‘বাবা সামওয়ান্স ফলো মি’। শিহাব শাহীনের নতুন ওয়েব ফিল্মের নাম। বিঞ্জ এর ব্যানারে অবমুক্ত হচ্ছে। তারকা নির্মাতা শিহাব শাহীনের নির্মাণে বরাবরই একধরনের সিগনেচার থাকে। সেই স্বাক্ষর এই ওয়েব ফিল্মেও রয়েছে।
বলা হচ্ছে একটি সত্য ঘটনা অবলম্বনেই এর নির্মাণ। যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ওয়েব ফিল্মে ফারিণের চরিত্রের নাম বিজু। বিদেশের মাটিতে বিজুকে কে যেন ফলো করছে। তা নিয়ে ভীত বিজু। তার বাবা দেশে। দেশে থেকে বাবা কি পারবে মেয়েকে রক্ষা করতে। কয়েকেদিন আগে প্রকাশ হয়েছিল ওয়েব ফিল্মটির ট্রেলার।

আগামী ২৩ নভেম্বর এটির আনুষ্ঠানিক প্রিমিয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে। নতুন ওয়েব ফিল্ম প্রসঙ্গে শিহাব শাহীন বলেন, ‘আমার প্রতিটি কাজই প্রিয় এবং আলাদা। এটি একটি সত্য ঘটনাকে কেন্দ্র করে নির্মিত। অস্ট্রেলিয়ায় চিত্রায়ণ। সব মিলিয়ে দর্শক-কৌতূহল মেটাতে সক্ষম হবে বলে আমি বিশ্বাস করি।’
ছবিটিতে তাসনিয়া ফারিন ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেছে ইরফান সাজ্জাদ, সোহেল মন্ডলসহ অনেকে। ছবিতে তাসনিয়া ফারিণ একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীর চরিত্রে অভিনয় করেছেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675