অনলাইন ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (২১ নভেম্বর) মিরপুর পল্লবী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে শের-ই-বাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, হাইকোর্টকে কটূক্তি ও আদালত অবমাননার মামলায় উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও আদালতে হাজির না হওয়ায় এ গ্রেপ্তার চালানো হয়েছে।
র্যাব জানিয়েছে, হাইকোর্ট ও হাইকোর্টের বিচারপতিকে নিয়ে ‘অবমাননাকর বক্তব্যের’ প্রেক্ষিতে তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন হাইকোর্টের একটি বেঞ্চ। গত ৬ নভেম্বর তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলেও তিনি বা তার পক্ষে কোনো প্রতিনিধি সেদিন আদলতে হাজির হননি। বিচারপতি সম্পর্কে হাবিবের দেওয়া বক্তব্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বেও হাজির না হওয়ায় তাকে খুঁজে বের করে অবিলম্বে আদালতে হাজির করতে পুলিশ মহাপরিদর্শকের প্রতি (আইজপি) নির্দেশ দেন হাইকোর্ট।
গ্রেপ্তার হাবিবুর রহমানের বিরুদ্ধে রাজধানীর ভাটারাসহ দেশের বিভিন্ন থানায় ৫টির বেশি মামলা রয়েছে বলে জানা গেছে। এরমধ্যে নাশকতার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভাটারা থানার একটি মামলায় তাকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেন আদালত।