ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের চার সংসদীয় আসনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন চান ৩৬ জন প্রার্থী। ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালি উপজেলা) আসনে ১৭ জন, ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা উপজেলা) আসনে ৬ জন, ফরিদপুর-৩ (ফরিদপুর সদর) আসনে ১১ জন ও ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলা) আসনে ২ জন রয়েছেন।
ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য মো.আব্দুর রহমান, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য কাজী সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য মোহাম্মদ লিয়াকত শিকদার, সৈয়দ শামীম রেজা, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোশারফ হোসেন মুসা মিয়া, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য মো. আব্দুলাহ আল মামুন, ফিনল্যান্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, আরিফুর রহমান দোলন, মাহমুদা বেগম, মোহাম্মদ মালেক খসরু, মো. খায়ের মিয়া খান, মাইনুল ইসলাম মোস্তাক, হাসনাত মিয়া, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম,দিলীপ কুমার রায়, খিজির আহমেদ, লায়ন সাখাওয়াত হোসেন।
ফরিদপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশীরা হলেন, বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য শাহাদাব আকবর লাবু চৌধুরী, সাইফুজ্জামান জুয়েল চৌধুরী, আ.ত.ম হালিম, মো. জামাল হোসেন মিয়া, আঞ্জুমান আরা বেগম ও কাজী আব্দুস সোবাহান।
ফরিদপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চান-বর্তমান সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, মো. ফারুক হোসেন, মো. শামীম হক, এ কে আজাদ, যশোদা জীবন দেবনাথ, বিপুল ঘোষ, এম ইদ্রিস আলী, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের সাবেক এপিএস সত্যজিৎ মুখার্জি, শামসুল হক, সাইফুল আহাদ সেলিম ও ফরহাদ কবির।
ফরিদপুর-৪ আসনে মনোনয়ন চান মাত্র দুইজন। তারা হলেন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কাজী জাফরউল্যাহ ও ওই আসনের বর্তমান স্বতন্ত্র সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন।
উল্লেখ্য, মঙ্গলবার (২১ নভেম্বর) ছিল আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। শনিবার এ কার্যক্রম শুরু করা হয়। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী চূড়ান্ত করতে সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা ডেকেছে আওয়ামী লীগ। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ঢাকা জেলা আওয়ামী লীগের তেজগাঁওয়ের কার্যালয়ে এই সভা করার কথা রয়েছে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর, বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানি ৬-১৫ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।