মেয়ের সঙ্গে অ্যাকশনে ভরপুর ‘কিং’ নিয়ে আসছেন শাহরুখ

মেয়ের সঙ্গে অ্যাকশনে ভরপুর ‘কিং’ নিয়ে আসছেন শাহরুখ

অনলাইন ডেস্ক: একটার পর একটা হিট সিনেমা উপহার দিয়েই চলেছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। এই বছর মুক্তি পাওয়া কিং খানের দুইটি সিনেমা পাঠান এবং জওয়ান বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে।

এবার পালা তার ডাঙ্কির। এছাড়া ইতিমধ্যে শাহরুখ ও তার মেয়ে সুহানা খানের আগামী সিনেমার খবরও প্রকাশ্যে এসেছে। এবার সামনে এলো সুজয় ঘোষ পরিচালিত বাপ-বেটির অ্যাকশনে ভরপুর সে সিনেমার নাম।

আরও পড়ুনঃ  বৈশাখে বৈচিত্র্যময় জয়া

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, শাহরুখ খান ও সুহানা খানের আগামী সিনেমার নাম কিং। পিঙ্কভিলার তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে আগামী বছর অর্থাৎ ২০২৪ সালের জানুয়ারি থেকে শুরু হবে সিনেমাটির শুটিং।

বাবা মেয়ের দারুণ সমীকরণ নাকি দেখা যাবে এই দুর্ধর্ষ অ্যাকশনে ভরপুর ছবিতে। অনেকেই ভেবেছিলেন তারা একসঙ্গে কোনও ইমোশনাল ছবিতে কাজ করবেন। কিন্তু শাহরুখ যে অ্যাকশনের ধারাবাহিকতায় মন দিয়েছেন, তাই মেয়ের সঙ্গেও তেমন সিনেমাই আনবেন।

আরও পড়ুনঃ  চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে ভালোবাসি : ঋতুপর্ণা

হিন্দুস্তান টাইমসে বলা হয়েছে, বর্তমানে কিং ছবির প্রিপ্রোডাকশন এবং স্ক্রিপ্টের শেষ পর্যায়ের কাজ চলছে। পাঠান ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ এই ছবিটির প্রযোজনা করবেন। তিনিই এই ছবির অ্যাকশন ডিজাইন এবং অ্যাকশন দৃশ্যের উপর বিশেষ নজর রাখবেন।

আরও পড়ুনঃ  কথায় কথায় কান্না করার ব্যাখ্যা দিলেন বারিশা হক

আগামী ২১ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে রাজকুমার হিরানি পরিচালিত ডাঙ্কি। এতে শাহরুখের বিপরীতে দেখা যাবে তাপসী পান্নুকে। এদিকে আগামী ডিসেম্বরে ওটিটি প্ল্যাটফর্মে দ্য আর্চিজ এর দিয়ে বলিউডে অভিষেক হতে যাচ্ছে শাহরুখ কন্যার।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *