• ঢাকা, বাংলাদেশ
  • ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

শহরে আরো তিন এসটিএস

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩ ১০:৫৪

শহরে আরো তিন এসটিএস

স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের বর্জ্য ব্যস্থাপনার আরো আধুনিকায়নে নগরীতে আরো তিনটি সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস) চালু করা হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে কাশিয়াডাঙ্গা সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন, নিউ গভ. ডিগ্রি কলেজ এসটিএস এবং শালবাগান সেকেন্ডারী ট্রান্সফার স্টেশনের উদ্বোধন করা হয়। রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ও ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু এগুলোর উদ্বোধন করেন।

আরও পড়ুনঃ  জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে: দুর্গাপুরে লিটন

এখন রাসিকের এসটিএসের সংখ্যা দাঁড়াল ১৫টি। নতুন তিনটির উদ্বোধনকালে সরিফুল ইসলাম বাবু বলেন, সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে রাজশাহী পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরীতে পরিণত হয়েছে।

আরও পড়ুনঃ  অটোতে ছাত্রীকে ইঙ্গিত করে অশোভন আচরণ, অভিযুক্ত গ্রেপ্তার

প্রথম মেয়াদে ২০০৯ সালে তিনি রাত্রীকালীন বর্জ্য আবর্জনা অপসারণ কার্যক্রম চালু করেছিলেন। এরই মাধ্যমে নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন ঘটেছে। পর্যায়ক্রমে ৩০টি ওয়ার্ডে একটি করে এসটিএস নির্মাণ করা হবে।

এ সময় রাসিকের ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, আব্দুস সোবহান, শহিদুল ইসলাম, তৌহিদুল হক সুমন, মনিরুজ্জামান মনি, সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন, মো. শিউলি, সেবুন নেসা, আলফাতুন নেসা, মোসা. ফেরদৌসী, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675