• ঢাকা, বাংলাদেশ
  • ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করলেন রেনী

প্রকাশ: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ ৪:৩৯

প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করলেন রেনী

স্টাফ রিপোর্টার : প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় চার দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ ও প্রশিক্ষণার্থীদের সেলাই মেসিন এবং সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি থেকে এই সেলাই মেশিন বিতরণ করেন সমাজসেবী, বিশিষ্ট নারী নেত্রী ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি শাহীন আকতার রেনী।

শনিবার (২৫ নভেম্বর) বেলা ১২টায় রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের সেমিনার কক্ষে প্রশিক্ষণার্থীদের মাঝে স্বয়ংক্রিয় সেলাই মেশিন এবং সেলাই আনুষাঙ্গিক সামগ্রী বিতরণ করা হয়। পিছিয়ে পড়া নারী জনগোষ্ঠীকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করে মানবসম্পদে রূপ দিতে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এবং সিটি করপোরেশনের যৌথ আয়োজনে এই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রথম ধাপে নগরীর ১৫জন নারীকে এই প্রশিক্ষণ প্রদান করা হবে।

আরও পড়ুনঃ  নগরীতে লাইসেন্স বিহীন অটোরিক্সা ও চার্জার রিক্সা বন্ধে অভিযান

প্রধান অতিথির বক্তব্যে শাহীন আকতার রেনী বলেন, নারী জাগরণের অগ্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য নারীর ক্ষমতায়ন ও পিছিয়ে পড়া নারী সমাজকে নানামুখী শিক্ষায় শিক্ষিত করে দেশের মানবসম্পদে রূপ দিচ্ছে। রাজশাহীর নারীদের ভাগ্য উন্নয়নে রাসিক মেয়র লিটনও অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। দেশী-বিদেশী সহযোগিতায় রাজশাহী নারী সমাজ বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াবে। রাজশাহীর নারীর দক্ষ ও শক্তিশালী হিসেবে গড়ে উঠবে।

আরও পড়ুনঃ  বাগমারার যোগীপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সেলাই মেশিন বিতরণকালে উপস্থিত ছিলেন, রাজশাহী টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার এসএম ইমদাদুল হক, রাসিকের চিফ ইঞ্জিনিয়ার নূর ইসলাম তুষার, রাসিকের চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান, সিডিসি ক্লস্টারের বিভিন্ন ওর্য়াডের নেতৃবৃন্দ ও প্রশিক্ষণার্থী।

আরও পড়ুনঃ  পরিবেশ, কৃষি জমি রক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675