• ঢাকা, বাংলাদেশ
  • ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন স্মার্ট ভিলেজ

প্রকাশ: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩ ৯:০২

স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন স্মার্ট ভিলেজ

স্টাফ রিপোর্টার: স্মার্ট বাংলাদেশ গড়তে হলে এখন থেকে স্মার্ট ভিলেজ তৈরীর দিকে মনোযোগ দিতে হবে। তবেই গ্রাম ও শহর একত্রে মিলে প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

শনিবার বিকেলে রুয়েটের মিলনায়তনে আয়োজিত এক হার্ডটকে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এ অভিমত ব্যক্ত করেন। আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগ আয়োজিত এই হার্ডটকে উপাচার্য আরো বলেন, এই বিভাগের শিক্ষার্থীরাই স্মার্ট ভিলেজ গড়ে তোলার টেকসই পরিকল্পনা উদ্ভাবন ও বাস্তবায়ন করতে সক্ষম হবে। এর জন্য এখন থেকেই তাদের স্মার্ট ভিলেজ গড়ার কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে।

আরও পড়ুনঃ  শহীদ পরিবারের সদস্যদের সম্মানে রাজশাহী মহানগর জামায়াতের ইফতার অনুষ্ঠিত

ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান ও পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই হার্ডটকে ইউআরপি বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সঞ্চালনায় ছিলেন ইউআরপি বিভাগের সহকারী অধ্যাপক অনুতোষ দাস।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675