স্টাফ রিপোর্টার: সুবর্না সিকদার নামের একজন নারী নিজেকে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পিএ হিসেবে পরিচয় দিয়ে ফেসবুক আইডি থেকে বিভিন্ন পোস্ট শেয়ার করছে।
শনিবার (২৫ নভেম্বর) বিষয়টি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের দৃষ্টিগোচর হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুবর্না সিকদার নামের কোন নারী রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের পিএ হিসেবে অতীতে কর্মরত ছিলেন না, বর্তমানেও নেই এবং ভবিষ্যতেও কোন নারীকে পিএ হিসেবে নিয়োগের সম্ভাবনা নেই।
এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। ভূয়া পরিচয়দানকারী সুবর্না সিকদারসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।