• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাশমিকাকে নিয়ে রণবীরের বিস্ফোরক মন্তব্যে

প্রকাশ: রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩ ৭:৫৪

রাশমিকাকে নিয়ে রণবীরের বিস্ফোরক মন্তব্যে

অনলাইন ডেস্ক : সাম্প্রতিক সময়ে খবরের শিরোনামে রয়েছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর। আগামী ১ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে তার পরবর্তী সিনেমা ‘অ্যানিমেল’। ইতোমধ্যে সিনেমার ট্রেলার দেখে রীতিমতো নেটিজেনদের প্রশংসায় ভাসছেন এই অভিনেতা। আর এই সিনেমাতেই জুটি রণবীরের সঙ্গে জুটি বেঁধেছেন দক্ষিণী তারকা রাশমিকা মান্দানা।

আর সেই রাশমিকাকে নিয়েই বিস্ফোরক মন্তব্য করে বসলেন রণবীর। অভিনেত্রীর সম্পর্ক নিয়েও কম জলঘোলা হয়নি ইন্ডাস্ট্রি পাড়ায়। এবার সে বিষয়েই রীতিমতো সিলমোহর লাগালেন রণবীর।

আরও পড়ুনঃ  লজ্জাও করে না, অভিনেতা স্বামীকে প্রশ্ন স্ত্রীর

দীর্ঘদিন ধরেই গুঞ্জন উড়ছে রাশমিকা ও বিজয় দেবেরাকোন্ডা। তিনিই নাকি অভিনেত্রীর মনের মানুষ। এমনকি তাদের সম্পর্কের বিষয়েও ইঙ্গিত দেন রণবীর। আর এতেই রীতিমতো চর্চায় বসে গেছেন নেটকারিগররা।

সম্প্রতি ‘আনস্টপেবল উইথ এনবিকে’ নামক এক টকশো-তে হাজির হয়েছিলেন রণবীর, রাশমিকা এবং সিনেমার নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙা।

আরও পড়ুনঃ  বিয়ে করলে কাজ কমবে না, ২১ বছরেই সংসার শুরু অনন্যার

ওই শো-তে নন্দামুরি বালাকৃষ্ণা ওরফে এনবিকে সন্দীপকে বলেন, বিজয়কে ফোন করে জিজ্ঞেস করতে যে, অ্যানিমেল’র পোস্টার কেমন লেগেছে তার। কারণ সন্দীপের আরও এক বিখ্যাত সিনেমা ‘অর্জুন রেড্ডি’র প্রধান অভিনেতা তিনি। কিন্তু ফোন করার পর দেখা যায়, বিজয় কলই রিসিভ করেন না।

আর তখনই রণবীর বলে উঠেন, সন্দীপের ফোন বিজয় ধরবে না। যদি রাশমিকা ফোন করে তাহলেই বিজয় কল রিসিভ করবে। এই কথা বলতেই ভীষণ লজ্জা পেয়ে যান রাশমিকা।

আরও পড়ুনঃ  মেয়ের চেয়েও কম বয়সী নায়িকার প্রেমে গোবিন্দ, সে কারণেই বিচ্ছেদ?

তবে পরে সেটাই সত্য হলো— রাশমিকা ফোন করতেই ফোন ধরেন বিজয়। এ ছাড়া আগেও বহুবার রণবীরকে এই বিষয়ে রাশমিকার সঙ্গে মজা করতে দেখা যায়। আর এ থেকেই স্পষ্ট যে রণবীর ইঙ্গিত দিচ্ছেন তাদের সম্পর্কের ব্যাপারে।

সর্বশেষ সংবাদ

এলো মাহে রমজান, হিজরি ১৪৪৬
শনিবার, মার্চ ১, ২০২৫ ৭:১৩
চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার
শনিবার, মার্চ ১, ২০২৫ ৭:১৩
ইইউ’র কমিশনার লাহবিব ঢাকায়
শনিবার, মার্চ ১, ২০২৫ ৭:১৩
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675