স্টাফ রিপোর্টার: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ‘ইনোভেশন হাব’ থেকে এখানকার শিক্ষার্থীদের উদ্ভাবনী আইডিয়াগুলোকে শিল্প ও বাণিজ্যিক পর্যায়ে নিয়ে যেতে প্রচারণার জন্য ক্যাম্পাসে রোড শো অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে রোড শো শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। ইনোভেশন হাবের ফোকাল পয়েন্ট কর্মকর্তা অধ্যাপক ড. মিয়া মো. জগলুল সাদতের সভাপতিত্বে অনুষ্ঠানে রুয়েটের যন্ত্রকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান, পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপন, ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির পরিচালক অধ্যাপক ড. মো. শহীদ উজ জামান, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও আইসিটি মন্ত্রণালয়ের স্মার্ট ইউনিবোটরের কনসালটেন্ট টিম এবং স্মার্ট ইউনিবোটর প্রোগ্রামের প্রজেক্ট ম্যানেজার সামিউল হক ও শাহ নাজিম উদ্দিন মুনান উপস্থিত ছিলেন।