স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর রাজপাড়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আল-আমিন (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহী নগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল রোববার ভোররাতে তাকে গ্রেপ্তার করে।
সকালে আরএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ রাজপাড়া থানার বসুয়া উত্তরপাড়ায় আল–আমিনের বাড়িতে এ অভিযান চালায়। এ ব্যাপারে আল-আমিনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।