স্টাফ রিপোর্টার: রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনের উদ্যোগে বিরসা মুন্ডার জন্ম বার্ষিকী ও জন জাতীয় গৌরব দিবস উদযাপন করা হয়েছে। রোববার দুপুরে রাজশাহীর একটি তিন তারকা হোটেলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই বিরসা মুন্ডার ছবিতে পুষ্পঅর্পণের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধা জানান ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার।
এরপর অনুষ্ঠানে ক্ষুদ্র জাতি গোষ্ঠীর তরুণীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আদিবাসী ও সংখ্যালঘু-বিষয়ক সংসদীয় কানের আহবায়ক এমপি ফজলে হোসেন বাদশা সহ ক্ষুদ্র নৃ গোষ্ঠি সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।