স্টাফ রিপোর্টার: রাজশাহীতে একটি দোকান লক্ষ্য করে পেট্রল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। পেট্রল বোমাটি দোকানের সামনে থাকা একটি ফ্রিজে গিয়ে লাগে। এতে আগুন লেগে ফ্রিজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর মেহেরচণ্ডি কড়াইতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নগরীর চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, কে বা কারা পেট্রল বোমাটি মেরে পালিয়ে যায়। এতে দোকানের সামনে থাকা একটি নষ্ট ফ্রিজ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তখন হামলাকারী কাউকে পাওয়া যায়নি।
ওসি জানান, এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেনি। তবে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।