স্টাফ রিপোর্টার: রাজশাহীতে পণ্যবাহী ট্রাক থামিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (২৬ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে রাজশাহী মহানগরীর কাজলা এলাকায় ট্রাকটিতে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।
তবে ওই ট্রাকের মালামাল ততক্ষণে আগুনে পুড়ে যায়। অবরোধের সমর্থকরাই পণ্যবাহী ট্রাকটিতে এই আগুন দিয়েছে। ওসি বলেন, আশপাশের সিসিটিভির ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের কাজ চলছে। তবে লোকজন না আসায় এখনও জানা যায়নি ওই ট্রাকে ঠিক কী পণ্য ছিল। ক্ষতিগ্রস্ত ট্রাকের মালিক আসলে এই ঘটনায় মামলা দায়ের হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।