স্টাফ রিপোর্টার: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দল গুলোর ইশতেহারে বরেন্দ্র অঞ্চলের খরা ও পানি সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেওয়ার দাবি জানানো হয়েছে। উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বার্ষিক ও বরেন্দ্র ইয়ুথ ফোরাম যৌথ ভাবে সংবাদ সম্মেলন করে দাবি জানিয়েছে।
সোমবার বেলা ১১টায় রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ৭ দফা দাবি তুলে ধরা হয়। এগুলো হলো- সকল রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের খরা দুর্যোগ, পানি সংকট সমাধান সহ জলবায়ু ন্যায্যতায় পরিকল্পনা যুক্ত করা, খরা মোকাবিলায় বরেন্দ্র অঞ্চলে পানি ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করতে জন মতামতকে গুরুত্ব দিয়ে এর সমন্বিত উন্নয়নকে যুক্ত করা ও বরেন্দ্র অঞ্চলের খরা দুর্যোগ পীড়িত জনগোষ্টীর জন্য ‘খরাভাতা’চালু করা।
এছাড়াও খরা প্রবণ বরেন্দ্র অঞ্চলের জন্য আলাদা‘বরেন্দ্র জলবায়ু তহবিল’গঠনের পরিকল্পনা সহ দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করা, খরা ও পানি সংকট সমাধানে পদ্মা নদী ব্যাপক খনন এবংএর সাথে যুক্ত সকল নদ নদী গুলো সহ জলাধারগুলো খনন করে সুপেয় পানিসহ কৃষি-প্রাণবৈচিত্র্য সুরক্ষার পরিকল্পনা যুক্ত করা, সকল রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেওয়া এবং বরেন্দ্র অঞ্চলের সকল উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে সবুজ প্রবৃদ্ধি কৌশল গ্রহণ বিষয়কে যুক্ত করার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বারসিকের গবেষক ও আঞ্চলিক সমন্বয়কারী মো. শহিদুল ইসলাম বিগত সময়ের বাংলাদেশের রাজনৈতিক দল গুলোর প্রকাশিত নির্বাচনী ইশতেহার বিশ্লেষণ করে বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দল অংশ গ্রহণ করেছিলো। তাঁদের নির্বাচনী ইশতেহারে বরেন্দ্র অঞ্চলের খরা এবং পানি ব্যবস্থপনার সুশাসন বিষয়ক দিক গুলো ছিলোনা। কিন্তু খরা ও পানি সংকট বরেন্দ্র অঞ্চলের বড় সমস্যা।
তিনি বলেন, বাংলাদেশের সন্নিহিত জনপদ গুলোর মধ্যে আদিভূমি হিসেবে পরিচিত এবং উচুঁ নীচু মাঠ আর লাল মাটির বৈশিষ্ট্য খরা প্রবণ বরেন্দ্র অঞ্চল। ২২টি জেলা নিয়ে এই খরা প্রবণ বরেন্দ্র অঞ্চল। যার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, দিনাজপুর, জয়পুরহাট, ঠাকুরগাঁও জেলা খরার উচ্চ ঝুঁকিতে আছে।
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারনে নেতিবাচক প্রভাবে বরেন্দ্র অঞ্চলের আবহাওয়া, জলবায়ু আরো মারাত্বক সংকট তৈরী করছে। এসব জেলা গুলোর জন্য দ্রুতই পদক্ষেপ গ্রহণ করা দরকার। সংবাদ সম্মেলনে আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে বরেন্দ্র অঞ্চলের উন্নয়নে ৭দফা দাবি তুলে ধরেন বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি শাইখ তাসনীম জামাল। এ সময় বরেন্দ্র ইয়ুথ ফোরামের সাধারণ সম্পাদক ও আদিবাসী ছাত্রপরিষদের সহ-সভাপতি সাবিত্রী হেমব্রম উপস্থিত ছিলেন।