হেলাল উদ্দীন, বাগমারা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ বাগমারা আসন থেকে পাঁচ এমপি প্রার্থী মনোনয়ন পত্র উত্তোলন করেছেন। মনোনয়ন ফরম উত্তোলনকারীরা হলেন, আওয়ামীলীগের নৌকা প্রার্থী তাহেরপুর পৌর মেয়র ও পৌর আ’লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বাগমারার বর্তমান এমপি ইঞ্জি এনামুল হক, জাপার লাঙ্গল প্রতীকের প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবু তালেব, স্বতন্ত্র প্রার্থী বাবুল আক্তার ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুভমেন্ট(বিএনএম) প্রার্থী শহিদুল ইসলাম।
প্রার্থীরা নিজ নিজ ও তাদের পক্ষে নেতা কর্মীরা গতকাল মঙ্গলবার সহকারি রিটানিং কর্মকর্তা বাগমারা উপজেলা নির্বাহী অফিসার এ,এফ,এম আবু সুফিয়ানের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন পত্র উত্তোলন করেন।