• ঢাকা, বাংলাদেশ
  • ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

সন্তানকে পারিবারিক শিক্ষা না দিলে নারী নির্যাতন কমবে না’

প্রকাশ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩ ৮:৪২

সন্তানকে পারিবারিক শিক্ষা না দিলে নারী নির্যাতন কমবে না’

স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক নারীনির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে রাজশাহীতে একটি পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ পথসভা অনুষ্ঠিত হয়। ‘নারীর জন্য বিনিয়োগ, সহিংসতা প্রতিরোধ’ প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ আয়োজন করে।

পথসভায় জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ‘আমাদের সন্তানদের পারিরারিকভাবে ধর্মীয় ও সামাজিক মুল্যবোধ শিক্ষা দিতে হবে। আজ যারা নির্যাতিত হচ্ছে তারা আমাদের কারো না কারো বোন বামা।সন্তানকে পারিবারিকভাবে সঠিক শিক্ষা না দিলে নারী নির্যাতন কোনভাবেই কমে আসবে না। আমরা যদি আমাদের আগামী প্রজন্মকে সঠিক শিক্ষা দিতে পারি তাহলে আগামীতে রাস্তায় দাঁড়িয়ে এ বিষয়ে পথসভা করার প্রয়োজন হবে না।’

আরও পড়ুনঃ  অনির্বাচিত সরকার এ দেশে মাথা গোঁজার চেষ্টা করছে : রিপন

তিনি বলেন, ‘আমরা যার যার ঘরের সন্তানদের ভালো মানুষ হওয়ার শিক্ষা দেই। সন্তানদের জিপিএ-৫ পাওয়ার প্রতিযোগিতায় না নেমে ভালো মানুষ হওয়ার প্রতিযোগিতায় নামাতে হবে।’এ সময় নারী নির্যাতন থেকে শুরু করে সকল ধরনের খারাপ কাজ থেকে নতুন প্রজন্মকে রক্ষা করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুনঃ  বাঘায় মাগুরার শিশুকণ্যা আছিয়ার ধর্ষণকরীদের বিচারের দাবিতে র‌্যালি ও মানববন্ধন

পরে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিনব্যাপী এই পথসভা কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।পথসভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675