স্টাফ রিপোর্টার: জলবায়ু পরিবর্তনের ফলে নানা রকম সংকটের মুখে পড়েছেন বরেন্দ্র অঞ্চলের মানুষ। এ অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র জাতিসত্তার মানুষের ওপরেও পড়ছে এর প্রভাব। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার নবাইবটতলায় বুধবার সকালে তাদের সেই সংকটই তুলে ধরা হয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের নিজস্ব গান ও লোকনৃত্যে।
জাতিসংঘ জলবায়ু পরিবর্তন কর্মকাঠামো সনদের উদ্যোগে ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া লত ‘জলবায়ু সনদে স্বাক্ষরকারী রাষ্ট্রীয় পক্ষসমূহের সম্মেলন’ বা ‘কপ-২৮’ সম্মেলন উপলক্ষে এ আয়োজন করা হয়। বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ ফর ইকোলোজি অ্যান্ড ডেভেলপমেন্ট, কোষ্টাল লাইভলিহুড অ্যান্ড এনভার্মেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক এবং পরিবর্তন এর আয়োজন করে। কর্মসূচি থেকে জলবায়ু রক্ষায় ১১ দফা দাবি তুলে ধরা হয়।
বক্তব্য দেন ক্ষুদ্র নৃগোষ্ঠী নেত্রী কস্তানতিনা হাঁসদা, পরিবর্তন পরিচালক রাশেদ রিপন ও সোমা হাসান। তারা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী অতিরিক্ত গ্রীনহাউস গ্যাস নির্গমনকারী দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইতালি, ডেনমার্ক, ফিনল্যান্ড, অস্ট্রেলিয়া, স্পেন ও জাপানসহ ৪৩টি দেশের কাছ থেকে ক্ষতির নায্যতা পাওনা এবং কয়লা ও গ্যাসসহ জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ নিষিদ্ধ করার দাবি জানান।