সংবাদ বিজ্ঞপ্তি : ঘোষিত নির্বাচনী তফসিল বাতিল, ন্যায়ভ্রষ্ট রায়ে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও আমীরে জামায়াতসহ সকল নেতাকর্মীদের মুক্তির দাবিতে জামায়াতের আহবানে দেশব্যাপী বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল- সন্ধ্যা হরতাল কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যোগে নগরীর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সকাল ৮.৩০ টায় মিছিল ও সমাবেশ করা হয়।
মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলসহ জামায়াতের রাজশাহী মহানগরীর নেতৃবৃন্দ।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে মহানগরীর সেক্রেটারি বলেন,এ মুহূর্তে ঘোষিত তফসিল বাতিল করে কেয়ারটেকার সরকার অধিনে নির্বাচন দিতে হবে।দেশের জনগন এ সরকারের অধিনে পাতনো নির্বাচন দেখতে চাই না।
তিনি জামায়াতের নিবন্ধন বাতিল করে ন্যায়ভ্রষ্ঠ রায়ের কথা উল্লেখ করে বলেন,মহাপরাক্রমশালী আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস ও আস্থার কারণে জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছে। আমরা এটা মানি না।তিনি অবিলম্বে অন্যায়ভাবে গ্রেপ্তারকৃত জামায়াতের আমীর ডাঃশফিকুর রহমানসহ সকল বিরোধী নেতাকর্মীদের মুক্তির জোর দাবী জানান।