স্টাফ রিপোর্টার: রাজশাহীতে বৃহস্পতিবার সন্ধ্যার আগে দুই স্থানে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মহানগরীর আরডিএ মার্কেটের গলি এবং অলোকার মোড়ে এ ঘটনা ঘটে। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র জামিরুল ইসলাম জানান, সন্ধ্যার আগে মহানগরীর দুটি স্থানে ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
তবে কেউ হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত এবং আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।