• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিএনপি ছেড়ে বিএনএম থেকে প্রার্থী হলেন সাবেক মেয়র

প্রকাশ: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩ ৯:০৮

বিএনপি ছেড়ে বিএনএম থেকে প্রার্থী হলেন সাবেক মেয়র

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: এক দফা দাবি আদায়ে অনেক দিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে বিএনপি। চলছে হরতাল, অবরোধসহ বিভিন্ন কর্মসূচি। দলের সঙ্গে থেকে সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন। কিন্তু দুই দিনের ব্যবধানে তিনি হঠাৎ বদলে গেলেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে বিএনপি থেকে পদত্যাগ করে নির্বাচন কমিশনের নতুন নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে দলীয় মনোনয়ন নিয়ে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আব্দুল মতিন।

আরও পড়ুনঃ  বিএনপি'র ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের ইন্তেকাল

বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর উপজেলা) আসনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আব্দুল মতিন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় বিএনএমের কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি। তবে তাঁর কয়েকজন সমর্থক এ সময় উপস্থিত ছিলেন। এদিকে দলত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়ায় সমালোচনা চলছে দলটির নেতা-কর্মীদের মধ্যে।

নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে মাওলানা আব্দুল মতিন বলেন, দঅনেক দিন ধরে আন্দোলন-সংগ্রাম করে সরকারকে হটানো যায়নি। প্রকাশ্যে কোনো নেতা কথা বলতে পারছে না। সংসদ সদস্য নির্বাচিত হয়ে জনগণের ন্যায্য দাবিগুলো তুলে ধরতে চাই।’

আরও পড়ুনঃ  সিরাজগঞ্জে শহীদ পরিবারের পাশে দাঁড়ালেন তারেক রহমান

আব্দুল মতিন জানান, বিএনপির কোনো নেতা প্রকাশ্যে নাই। তাঁর পদত্যাগপত্রটিও জমা দেওয়ার জন্য বিএনপির কোনো নেতাকে খুঁজে পাননি। তিনি বলেন, ‘আমি দুর্নীতিবাজ নই। মানুষ মারার রাজনীতি করি না। যেখানে আমার চিন্তার অবমূল্যায়ন সেখানে না থাকায় শ্রেয়।’

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে ব্যাডেন পাওয়েলের জন্মবার্ষিকী পালন

এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত বলেন, ‘বর্তমান জনবিচ্ছিন্ন দল আওয়ামী লীগ। তারা ক্ষমতায় টিকে থাকার জন্য নানান ষড়যন্ত্রে লিপ্ত। তারা দল ও দলের বাইরে কিছু নেতাদের প্রলোভন দেখাচ্ছে। তাদের মধ্যে কেউ পাতানো ফাঁদে পা দিচ্ছেন, কেউ দিচ্ছেন না। যাঁরা ফাঁদে পড়ছেন, তাঁরা নীতি-আদর্শহীন নেতা। একদিন তাদেরও জনগণ প্রতিহত করবে।’

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২০
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২০
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675