Home বিনোদন নয়নতারাকে সাড়ে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলো কে

নয়নতারাকে সাড়ে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলো কে

নয়নতারাকে সাড়ে ৩ কোটি টাকার গাড়ি উপহার দিলো কে

অনলাইন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমায় ‘লেডি সুপারস্টার’ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নয়নতারা। তার সমসাময়িক অন্য নায়িকারা যেখানে কেবল ‘জনপ্রিয়’ তকমা নিয়ে বসে আছেন, সেখানে তিনি ছাড়িয়ে গেছেন তাদের।

গেল ১৮ নভেম্বর ছিলে নয়নতারার জন্মদিন। সুপারস্টারের জন্মদিনে স্বাভাবিকভাবে উপহারে ভরে যায় ঘর। তার ক্ষেত্রেও সেটা হয়েছে। কিন্তু সব থেকে দামি উপহারটা পেয়েছেন কয়েকদিন দেরিতে।

ইনস্টাগ্রামে নতুন একটি গাড়ির ছবি প্রকাশ করেছেন নয়নতারা। ক্যাপশনে লিখেছেন, ‘সুন্দরী তোমাকে স্বাগতম। জন্মদিনের এই সুন্দর উপহার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ আমার প্রিয় স্বামী।’

গালফ নিউজের খবর বলছে, জন্মদিন উপলক্ষে পরিচালক বিগনেশ শিবান স্ত্রী নয়নতারাকে ব্র্যান্ড নিউ মার্সিডিজ মেব্যাচ গাড়ি উপহার দিয়েছেন। এ গাড়ির ভারতীয় বাজার মূল্য তিন কোটি ৪০ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় তিন কোটি ৪৯ লাখ টাকার বেশি।

ভারতের দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। ২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে বিগনেশ শিবানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান তিনি। সাত বছর প্রেম করার পর গত বছরের ৯ জুন আনুষ্ঠানিকভাবে ঘর বাঁধেন এই দম্পতি। একই বছর সারোগেসির মাধ্যমে জমজ পুত্র সন্তানের বাবা-মা হন তারা।

সবশেষ নয়নতারা ‘জওয়ান’ ছবিতে অভিনয় করেছেন। এতে তার নায়ক ছিলেন শাহরুখ খান। ছবিটি বক্স অফিসে নিয়মিত ঝড় তুলেছে। এই ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে তার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here