Home বিনোদন আমাদেরকেই ব্লাউজের মাপ ঠিক করতে হবে : স্বস্তিকা

আমাদেরকেই ব্লাউজের মাপ ঠিক করতে হবে : স্বস্তিকা

আমাদেরকেই ব্লাউজের মাপ ঠিক করতে হবে : স্বস্তিকা

অনলাইন ডেস্ক : টলিউডের ঠোঁটকাটা স্বভাবের অভিনেত্রী হিসেবে পরিচিত স্বস্তিকা মুখার্জি। ব্যক্তিজীবন নিয়ে কোনো রাখঢাক না রেখেই কথা বলতে পছন্দ করেন তিনি। এবারও তাই করলেন!

সম্প্রতি এক বই প্রকাশনীর অনুষ্ঠানে কালো রঙের স্লিভলেস পরে হাজির হন স্বস্তিকা। সেই মুহূর্তের একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কড়া বার্তা দিয়েছেন তিনি।

যেখানে স্বস্তিকা লিখেছেন, ‘আমার হাত মোটা তাতে কি? হাতকাটা ব্লাউজ পরতে ইচ্ছে করলে পরব! আর এটা ব্লাউজ না, মেয়ের টপ। আমরা মেয়েরা বড্ড ভয় পাই, লোকে কি বলবে। হাত আমাদের, ইচ্ছে আমাদের, ব্লাউজের মাপ আমাদেরকেই ঠিক করতে হবে।’

স্বস্তিকার এমন বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন নেটিজেনরাও। একজন লিখেছেন, ‘তোমার ভাবনা তোমার স্টাইল খুব ভালো লাগে।’ অপর একজনের মন্তব্য, ‘এই ভাবনাই তোমাকে সবার থেকে আলাদা করেছে। আর তাই তুমি আমার এত প্রিয়।’

স্বস্তিকাকে সবশেষ কাজ করেছেন ‘নিখোঁজ’ ওয়েব সিরিজে। বর্তমানে নিজের ব্যক্তিজীবন নিয়েই ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা। যদিও সর্বশেষ শিবপুর সিনেমায় নিজেকে দুর্দান্তভাবে মেলে ধরেছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here