স্টাফ রিপোর্টার : রাজশাহী-৩ আসনে তিন প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও অপেক্ষামান আছে আরও দুইজন প্রার্থীর। মনোনয়ন অবৈধ হওয়া প্রার্থীরা হলেন, গণফ্রন্টের প্রার্থী মনিরুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী নিপু হোসেন ও শাহাবুদ্দিন বাচ্চু। অপেক্ষায় আছেন, এনপিপির প্রার্থী সইবুর রহমান ও মুক্তিজোটের প্রার্থী এনামুল হক।
রোববার সকালে রিটার্নিং কর্মকর্তা শামীম আহম্মদ এই ঘোষণা দেন।
রাজশাহী-৩ থেকে মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদুজ্জামান আসাদ, স্বতন্ত্র প্রার্থী আয়েন উদ্দিন, বিএনএম প্রার্থী মতিউর রহমান মন্টু, জাতীয় পার্টির প্রার্থী সোলায়মান হোসেন, আরেক প্রার্থী আবদুস সালাম, বিএনএফ প্রার্থী বজলুর রহমান।