• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নাটোরে আ.লীগ কার্যালয়ে আগুন

প্রকাশ: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ৫:১০

নাটোরে আ.লীগ কার্যালয়ে আগুন

নাটোর প্রতিনিধি : নাটোর শহরের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। এসময় কার্যালয়ের ভিতরে থাকা চেয়ারসহ আসবাপত্র পুড়ে গেছে।

রোববার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৩ টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৩ টার দিকে শহরের ভবানীগঞ্জ মোড়ে এলাকায় ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আগুন লাগে। এসময় আগুন জ্বলতে দেখে স্থানীয়রা পানি ঢেলে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রন করেন তারা।

আরও পড়ুনঃ  ওএসডির পর এবার বাধ্যতামূলক অবসরে সিলেটের সেই ডিসি

২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ভূঁইয়া বলেন, রাত সাড়ে ৩ টার দিকে কে বা কারা অফিসে আগুন দেয়ার কথা জানতে পারি। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করেন। নাশকতা করার জন্য অফিসে আগুন দেয়া হয়েছে। এ ঘটনার তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে বিচার দাবী করছি।

আরও পড়ুনঃ  বগুড়ায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন ২৫ বিদেশি নাগরিক

নাটোর সদর থানার কর্মকর্তা ওসি নাছিম আহমেদ বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

আরও পড়ুনঃ  পিলখানা হত্যাকাণ্ডে আ.লীগ সরকারের যোগসাজশ ছিল : মির্জা ফখরুল

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675