• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

সাকিবকে দেখে ম্যাথিউসের হাসি, পেলেন দাঁতভাঙ্গা জবাবও

প্রকাশ: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩ ৬:১১

সাকিবকে দেখে ম্যাথিউসের হাসি, পেলেন দাঁতভাঙ্গা জবাবও

অনলাইন ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচনের ব্যস্ততার মাঝেই দুই দিনের সংক্ষিপ্ত সফরে দুবাই গেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। গতকাল আবুধাবিতে চলমান টি-টেনের দল বাংলা টাইগার্সের সঙ্গেও তাকে দেখা গেছে। গতকাল (২ ডিসেম্বর) সকালে দুবাইয়ে পৌঁছে রাতে মাঠে বসে দলটির খেলাও দেখেছেন তিনি। সেখানে তার সঙ্গে দেখা হয়েছে বিশ্বকাপে টাইমড আউটের শিকার হওয়া শ্রীলঙ্কার অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসের।

আরও পড়ুনঃ  মেসিকে যে কৌশল শিখিয়েছেন নেইমার

টি-টেনে বাংলা টাইগার্সের সঙ্গে সে সময় মাঠে লড়ছিল নর্দান ওয়ারির্স। খেলা চলাকালে হঠাৎ ক্যামেরার লেন্স গিয়ে থামে ম্যাথিউসের দিকে, সে সময় আরেক সতীর্থের সঙ্গে কথা বলতে বলতে হাসছিলেন এই লঙ্কান। পরক্ষণেই আবার ক্যামেরা ঘুরে যায় সাকিবের দিকে, বিষয়টি নজরে পড়তেই হাসি ধরে রাখতে পারেননি তিনিও। মূলত বিশ্বকাপে টাইমড আউট ঘটনার পর এবারই প্রথম দুইজনকে দেখা গেল এক ক্যামেরায়। ম্যাথিউস খেলছেন অবশ্য নর্দার্ন ওয়ারির্সের হয়ে।

আরও পড়ুনঃ  সব হারিয়ে বাংলাদেশ ম্যাচে পাখির চোখ পাকিস্তানের

এর আগে জানা যায় সাকিবের হঠাৎ এই সফরের কারণ। বাংলা টাইগার্সের ফটোশ্যুটে অংশ নিতে তিনি হঠাৎ দুবাইয়ে উড়াল দিয়েছেন। যদিও এবারের আসরে দলটির হয়ে মাঠে নামা হচ্ছে না অভিজ্ঞ এই অলরাউন্ডারের। আঙুলের চোটের কারণে তিনি আগে এই আসর থেকে ছিটকে গেছেন। তবে দলটির সঙ্গে আগে থেকে চুক্তিবদ্ধ থাকায় তাদের আনুষ্ঠানিক ফটোশ্যুটে অংশ নিচ্ছেন সাকিব।

আরও পড়ুনঃ  বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

উল্লেখ্য, আগামী মাসে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে লড়ছেন সাকিব। এর আগের আসরে বাংলা টাইগার্সের হয়ে তিনি সবগুলো ম্যাচেই খেলেছিলেন। সেই আসরে দলটির অন্যতম সেরা পারফর্মারও ছিলেন সাকিব।

সর্বশেষ সংবাদ

মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় মাছ ধরা নিষিদ্ধ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
রোজার আগেই নেই বোতলজাত তেল খোলা সয়াবিন তেলেরও সঙ্কট
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
রাজশাহীতে রাষ্ট্র সংষ্কার আন্দোলনের সমঝোতা সংলাপ
শুক্রবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৫ ৯:২৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675