সংবাদ বিজ্ঞপ্তি: নগরীর রামচন্দ্রপুর এলাকা নিবাসী মো: খন্দকার তসিকুল ইসলামের (৬৫) ইন্তেকাল করেছেন। রবিবার দিবাগত রাত ১২ টায় নিজ বাসায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (৩ ডিসেম্বর ) টিকাপাড়া কবর সংলগ্ন ঈদগাহ মাঠে বাদ যোহর তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।
এসময় এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজার নামাজ শেষে টিকাপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
জানাজার পূর্বে, শোকাহত পরিবারের প্রতি শোক প্রকাশ করে সমবেদনা জানান রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।