স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ভাগ্নে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনি এঁর ৮৫তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগরের সভাপতি প্রার্থী তৌরিদ আল মাসুদ রনি ও সাধারণ সম্পাদক প্রার্থী মুকুল শেখ এর উদ্যোগে সোমবার বেলা ১২টায় নগরীর দড়িখরবনা মোড়ে শেখ ফজলুল হক মনি এঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
বেলা ১২.৩০টায় নগরীর কাশিয়াডাঙ্গা মোড়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক প্রার্থী নাহিদ আক্তার নাহান এঁর উদ্যোগে শেখ ফজলুল হক মনি এঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কর্মসূচী সমূহে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু সহ বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাজশাহী মহানগরের সকল স্তরের নেতাকর্মীবৃন্দ।