• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নাটোরে মৃত ভোটারের স্বাক্ষর দেওয়ায় স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

প্রকাশ: মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩ ৮:৪৯

নাটোরে মৃত ভোটারের স্বাক্ষর দেওয়ায় স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

লালপুর প্রতিনিধি: নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ভোটার তালিকায় মৃত ব্যক্তির স্বাক্ষর দেওয়ায় নৌকার বিপক্ষে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী কর্নেল (অব.) মো. রমজান আলী সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি নাটোর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা। বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও বঙ্গবন্ধু প্রবীণ জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি।

গত সোমবার নাটোর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল করেন। জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন, স্বতন্ত্র প্রার্থী মো. রমজান আলী সরকার ভোটার তালিকায় ৭৪১ নম্বরে একজন মৃত ভোটারের (ব্যক্তির) স্বাক্ষর জমা দিয়েছেন। নির্বাচন কমিশন থেকে পাঠানো ভোটার তালিকা যাচাই-বাছাইয়ের জন্য ১০ জনের ছক পাঠিয়েছেন।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

যা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তদন্তে একজন মৃত ভোটারের স্বাক্ষর পাওয়া গেছে। পরবর্তীতে ওই ভোটারের বাড়িতে গিয়ে পুনরায় তদন্ত করা হয়। সেখানে ওই ব্যক্তির স্ত্রী লিখিত দিয়েছেন, তাঁর স্বামী এক বছর আগে (১৪ নভেম্বর ২০২২) মৃত্যুবরণ করেছেন। এ প্রেক্ষিতে তাঁর মনোনয়ন বাতিল করা হয়।

এ ছাড়াও আরও চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এস এম হুমায়ন কবির (ভোটার স্বাক্ষর জাল ও ২০১৮ সালে তাঁর বিরুদ্ধে একটি মামলার তথ্য সংযুক্ত নেই), জাসদের (ইনু) মো. মোয়াজ্জেম হোসেন (ঋণ খেলাপি), স্বতন্ত্র প্রার্থী গ্রাম পুলিশ মো. এস্কেন আলী (১ শতাংশ ভোটার সংখ্যা ছিল ৩৪৯৪ জন। কিন্তু মাত্র ৯৮০ জনের স্বাক্ষর জমা) এবং অ্যাডভোকেট সায়েদুল হকের (ভোটারের স্বাক্ষর জাল) মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে এক বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, নিহত ২

স্বতন্ত্র প্রার্থী মো. রমজান আলী সরকার জানান, ভোটার তালিকায় অসাবধানতায় মৃত ব্যক্তির নাম চলে এসেছে। এ ব্যাপারে তিনি নির্বাচন কমিশনে আপিল করবেন। এ আসনে লড়বেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী, বর্তমান সংসদ সদস্য ও নাটোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম বকুল; প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ; তাঁর ভাতিজা লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ সাগর; জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আনিসুর রহমান; জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কাজল রায়।

আরও পড়ুনঃ  মির্জাপুরে চলন্ত বাসে ডাকাতি: তিন দিন পর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা

এ ছাড়া ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নাটোর জেলা শাখার সভাপতি, উত্তরবঙ্গ আখচাষি সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল; জাতীয় পার্টির ব্যারিস্টার মো. আশিক হোসেন; জাসদের (স্বতন্ত্র) মো. জামাল উদ্দিন ফারুক ও বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. লিয়াকত আলী।

সর্বশেষ সংবাদ

এইচটিআই এর স্বাস্থ্যসেবা ক্যাম্প পরিচালনা
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
ফাঁকা দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করলেন নাহিদ ইসলাম
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
নগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
দুটি বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২১
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675