Home বিনোদন ৫ দিনে প্রায় ৫০০ কোটি রুপি আয়!

৫ দিনে প্রায় ৫০০ কোটি রুপি আয়!

৫ দিনে প্রায় ৫০০ কোটি রুপি আয়!

অনলাইন ডেস্ক : বক্স অফিসে ছুটছে রণবীর কাপুর ও রাশমিকা মান্দানার ‘অ্যানিমেল’। মাত্র পাঁচ দিনে প্রায় পাঁচশ কোটি রুপি আয় করে ফেলেছে ছবিটি।

বক্স অফিস দৌড়ের সাথে সমান তালে হচ্ছে সমালোচনা। এই সিনেমায় অত্যধিক যৌনতা, নারী অবমাননাকারী সংলাপ আর নৃশংস অ্যাকশন দৃশ্যের জন্য ইতোমধ্যে নিন্দা জানিয়েছেন অনেকে। তবে তাতে থেমে নেই ছবিটি। বিশ্বজুড়ে মাত্র পাঁচ দিনে ছবিটি আয় করেছে ৪৮১ কোটি রুপি। টি-সিরিজের ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে শেয়ার করা এক পোস্টে জানানো হয়েছে এই তথ্য।

এক ভক্ত টি-সিরিজের পোস্টে কমেন্ট করেছেন, ‘মনে হচ্ছে ১০০০ কোটি আয় করেই ছাড়বে।’ আরেকজন লিখেছেন। ‘ছবিটি আরও ভালো হতো যদি ববি স্যার ১০ মিনিটের বদলে ১ ঘণ্টা স্ক্রিনে থাকতেন।’

শুধু ভারতেই ‘অ্যানিমেল’ আয় করেছে ২৮২ কোটি রুপি। ছবিটি ইতোমধ্যেই ৪১৮ কোটি রুপি আয় করা ‘ব্রহ্মাস্ত্র’কে ছাড়িয়ে গেছে। তবে এখনও ‘সঞ্জু’র রেকর্ড ভাঙতে পারেনি। বিশ্বজুড়ে ‘সঞ্জু’র আয় ছিল ৫৮৬.৮৫ কোটি রুপি।

সন্দীপ রেড্ডি ভাংগা পরিচালিত ‘অ্যানিমেল’ ছবিটিতে রণবীর এবং অনিল কাপুরকে পিতা-পুত্রের চরিত্রে দেখা যায়। এছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন রাশমিকা মান্দানা ও খল চরিত্রে ববি দেওল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here