অনলাইন ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাইক্রোবাসের ধাক্কায় হারেজ আলী (৬৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হারেজ আলী দামুড়হুদা উপজেলার বিষ্ণপুর গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, সকালে উজিরপুর গ্রামে এক যাত্রীকে নামিয়ে ভ্যান নিয়ে ফিরছিলেন হারেজ আলী। এ সময় চুয়াডাঙ্গা থেকে দামুড়হুদাগামী একটি দ্রুতগতির মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ঘাতক মাইক্রোবাসসহ চালককে আটক করা হয়েছে। ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।