অনলাইন ডেস্ক: নোয়াখালীর সদর উপজেলায় মিনিট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফখরুল ইসলাম (৫৫) নামে এক যাত্রী নিহত হয়েছে। এ সময় আরও তিন যাত্রী আহত হয়েছেন।
রোববার (১০ ডিসেম্বর) সকাল পৌনে ১০টার দিকে উপজেলার ৬নং নোয়াখালী ইউনিয়নের সোনাপুর টু চেয়ারম্যান ঘাট সড়কের মান্নান নগর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফখরুল ইসলাম লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মৃত আলাম মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা আক্তার হোসেন জানায়, সকাল ৯টার দিকে রামগতি থেকে সোনাপুর বাজারের উদ্দেশ্যে সিএনজিতে রওয়ানা দেন ফখরুল। যাত্রা পথে অটোরিকশাটি মন্নান নগর চৌরাস্তা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মিনিট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় ফখরুলকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।